হোম > সারা দেশ > কক্সবাজার

রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ইটের আঘাতে প্রাণ গেল একজনের 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৬৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি জানান, আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে বৃদ্ধ আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার