হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ তিনজনের নামে ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন হকার ব্যবসায়ী সমিতির নেতা। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম-১ এর জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়। 

মামলাটি দায়ের করেন নগরের টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। এ সময় আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশনা দিয়েছেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী বিষ্ণু শীল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত রুমকি সেনগুপ্ত (৩৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে নগরের আন্দরকিল্লা, চকবাজার ও দেওয়ানবাজার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলায় অন্য দুই অভিযুক্তরা হলেন, অপু ধর (২৮) ও মো. ইসমাইল (৪০)। 

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী হকার ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্তরা হকার ব্যবসা করার জন্য বাদীর কাছে দৈনিক ২ হাজার টাকা চাঁদার দাবি করে আসছেন। বাদী দিতে অপারগতা প্রকাশ করলে গত ২০ অক্টোবর সন্ধ্যায় হকারের মালামাল রাস্তায় ফেলে দিয়ে ব্যবসার ক্ষতি করেন। এলাকাটির বিভিন্ন হকার ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ১ / ২ হাজার টাকা করে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন অভিযুক্তরা। চাঁদা না পেলে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসায়ীদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে ক্ষতিসাধন করা হয়। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির