হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানতে রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাইস কুকারে লুকানো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলীর (৩৩)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরে প্রক্রিয়াধীন। 

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী মোহাম্মদ আলীর লাগেজ তল্লাশি করা হয়। সেখানে একটি রাইস কুকারের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

এই কর্মকর্তা আরও বলেন, রাইস কুকারের ভেতরের অংশ ভেঙে ফেলে সেখানে স্বর্ণগুলো নেওয়া হয়েছিল। ওপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সে জন্য এ কৌশল নিয়েছিল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল