হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ক্রেন গভীর রাতে পড়ে গেল নদীতে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে রাঙ্গুনিয়া অংশে কর্ণফুলী নদী ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রেনটি নদীতে পড়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে ফেরির ওপর থেকে ক্রেনটি নদীতে পড়ে যায়। তবে তাতে কেউ হতাহত হয়নি।

রাঙামাটি জেলা সওজের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনার পর লোক পাঠানো হয়েছে। ক্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পর নদী ড্রেজিংয়ের কাজ শুরু হবে।’

এদিকে ড্রেজিংয়ের কারণে আজ রোববার ভোর ৬টা থেকে ১৩ মার্চ পর্যন্ত ভোর ৫টা পর্যন্ত এই পথে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙামাটি জেলা সওজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, নাব্যতার সংকট ও জোয়ার-ভাটার কারণে প্রায় সময়ই কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তাতে ফেরি পার হতে আসা শত শত যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। নাব্যতার সংকটে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে নদীর তলদেশ ড্রেজিংয়ের জন্য ক্রেন আনা হলে গতকাল শনিবার রাত ৩টার দিকে সেটি ফেরির ওপর থেকে নদীতে পড়ে যায়।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য