হোম > সারা দেশ > চট্টগ্রাম

পারকি সৈকতে ভেসে এল মৃত ডলফিন 

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) 

চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শুক্রবার বিকেলে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় ও পর্যটকেরা। এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।

এ বিষয়ে স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, শুক্রবার বিকেলের দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। ডলফিনটি ৫ ফিটের বেশি লম্বা হবে। এটির ডান কানের পাশে আঘাতে চিহ্ন দেখা গেছে। তা ছাড়া এটি  পচতে শুরু করায় আশপাশে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।

সৈকতের ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, ধারণা করা হচ্ছে দু–একদিন আগে সাগরের কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটি মারা গেছে। 

পরিবেশকর্মী আলীউর রহমান জানান, ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকেরা। এরপর হালদা নদী থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৯টি মৃত ডলফিন উদ্ধার হয়। তবে কর্ণফুলী নদীতে গত ১৪ জুলাই একটি এবং আগস্ট মাসে আরও একটি মৃত ডলফিন পাওয়া যায়। গত আগস্টে কুয়াকাটা সৈকতে অন্তত ৮টি মৃত ডলফিনের সন্ধান পাওয়া যায়। কেন এত ডলফিন মারা যাচ্ছে তার কারণ খুঁজে বের করা দরকার।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের