হোম > সারা দেশ > চট্টগ্রাম

পারকি সৈকতে ভেসে এল মৃত ডলফিন 

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) 

চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শুক্রবার বিকেলে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় ও পর্যটকেরা। এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।

এ বিষয়ে স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, শুক্রবার বিকেলের দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। ডলফিনটি ৫ ফিটের বেশি লম্বা হবে। এটির ডান কানের পাশে আঘাতে চিহ্ন দেখা গেছে। তা ছাড়া এটি  পচতে শুরু করায় আশপাশে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।

সৈকতের ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, ধারণা করা হচ্ছে দু–একদিন আগে সাগরের কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটি মারা গেছে। 

পরিবেশকর্মী আলীউর রহমান জানান, ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকেরা। এরপর হালদা নদী থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৯টি মৃত ডলফিন উদ্ধার হয়। তবে কর্ণফুলী নদীতে গত ১৪ জুলাই একটি এবং আগস্ট মাসে আরও একটি মৃত ডলফিন পাওয়া যায়। গত আগস্টে কুয়াকাটা সৈকতে অন্তত ৮টি মৃত ডলফিনের সন্ধান পাওয়া যায়। কেন এত ডলফিন মারা যাচ্ছে তার কারণ খুঁজে বের করা দরকার।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট