হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় জব্দ করা অস্ত্র তৈরির সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আলম (৬০)। তিনি ওই ইউনিয়নের ভ্যৈারমার ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা। আজ বুধবার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

অস্ত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার কারিগর। ছবি: আজকের পত্রিকা

ওসি শফিকুল জানান, কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় এক কারিগরকে আটক করা হয়েছে। কারখানার সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি