হোম > সারা দেশ > চট্টগ্রাম

চা শ্রমিকের মেয়েকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুজপুরে চা শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-বাপ্পু কুমার দে (২৮)। তিনি ভুজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের বাদল কুমারের ছেলে।

চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৮ সালে ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।’

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভুজপুর থানাধীন হালদাভ্যালী চা বাগানের এক শ্রমিকের ১২ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি বাপ্পু কুমার দে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ ও শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ফেলেন। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা করেন।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু