হোম > সারা দেশ > চট্টগ্রাম

চা শ্রমিকের মেয়েকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুজপুরে চা শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-বাপ্পু কুমার দে (২৮)। তিনি ভুজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের বাদল কুমারের ছেলে।

চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৮ সালে ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।’

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভুজপুর থানাধীন হালদাভ্যালী চা বাগানের এক শ্রমিকের ১২ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি বাপ্পু কুমার দে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ ও শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ফেলেন। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা করেন।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র