হোম > সারা দেশ > কক্সবাজার

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে আইয়ুব আলী (৫৭), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমানকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। আলী আকবর (৫০) ও দুলাল মাঝিকে (৪৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ১০ জনের শরীর কমপক্ষে ৭০ শতাংশ পুড়ে গেছে। 

জানা গেছে, ট্রলারটি সাগর মাছ শিকার শেষে বাকঁখালী নদী মোহনার এই ঘাটে নোঙর করেছিল। ট্রলারে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দারের। 

আহতেরা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান। 

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা