হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুন কটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবায়ের উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্তর এলাকার বাসিন্দা এবং উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব।

র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচিত চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণের মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুন কটিয়া কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়।’ মামলার অন্য আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে ২০ জানুয়ারি ভুক্তভোগী গ্রামের রাস্তা দিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রধান আসামি জোবায়েরের সহযোগী মো. শাহাদাত হোসেন রাস্তা থেকে জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নিয়ে নিয়ে যায়।

পরে শ্রমিক লীগের অস্থায়ী অফিসে জোবায়ের তাকে ধর্ষণ করে। তখন শাহাদাত অফিসের বাইরে পাহারা দেয়। ঘটনার আট দিন গত রোববার (২৮ জানুয়ারি) রামগতি থানায় ওই নারী বাদী হয়ে জোবায়ের হোসেন ও শাহাদাত হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্যসচিব বেলাল হোসেন ক্বারী আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব জোবায়ের হোসেন ধর্ষণ মামলায় গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ–খবর নেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ