হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুন কটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবায়ের উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্তর এলাকার বাসিন্দা এবং উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব।

র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচিত চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণের মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুন কটিয়া কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়।’ মামলার অন্য আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে ২০ জানুয়ারি ভুক্তভোগী গ্রামের রাস্তা দিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রধান আসামি জোবায়েরের সহযোগী মো. শাহাদাত হোসেন রাস্তা থেকে জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নিয়ে নিয়ে যায়।

পরে শ্রমিক লীগের অস্থায়ী অফিসে জোবায়ের তাকে ধর্ষণ করে। তখন শাহাদাত অফিসের বাইরে পাহারা দেয়। ঘটনার আট দিন গত রোববার (২৮ জানুয়ারি) রামগতি থানায় ওই নারী বাদী হয়ে জোবায়ের হোসেন ও শাহাদাত হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্যসচিব বেলাল হোসেন ক্বারী আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব জোবায়ের হোসেন ধর্ষণ মামলায় গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ–খবর নেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত