হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির মালিকের স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে বাড়ির মালিকের স্ত্রীকে হত্যার অভিযোগে আমিন (২৫) নামের এক ভাড়াটিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা উচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম ওই এলাকার মো. সবুজ আলীর স্ত্রী। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আমিন পাশের এলাকা রহমতপাড়ার মৃত হীরা মিয়ার ছেলে। তবে তিনি স্ত্রী নিয়ে পাঁচ-ছয় মাস আগে সবুজ আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বাস করতে শুরু করেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিরিনা বেগম ঘরের ভাড়া আনতে আমিনের ঘরে যান। এর পর থেকেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ঘর তালা দিয়ে ভাড়াটিয়া আমিনকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে সন্দেহ হলে পরিবারের লোকজন আমিনের কাছে শিরিনা বেগমের কথা জানতে চান। তখন তিনি জানান শিরিনের মরদেহ তাঁর খাটের নিচে রয়েছে। এরপর মরদেহ উদ্ধার করে এবং তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন পরিবারের সদস্যরা। 

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শিরিনাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আমিনকে আটক করেছে পুলিশ। বকেয়া ভাড়া নিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে।

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ