হোম > সারা দেশ > চাঁদপুর

যৌন হয়রানির ঘটনায় দ্বিতীয় দফায় বহিষ্কার সুপার, তৃতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা সুপারকে দুই দফায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত না হওয়ার পরও তৃতীয়বারের মতো তাঁকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি। ঘটনাটি ফরিদগঞ্জের খাজুরিয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার। 

৯ নভেম্বর মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটিকে দ্বিতীয় চিঠির লিখিত জবাব দেন মাদ্রাসা সুপার। কিন্তু কমিটি সেই জবাব সন্তোষজনক নয় দাবি করে গতকাল শনিবার আবারও তৃতীয়বারের মতো তাঁকে চিঠি দেয়। চিঠিতে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে ৩০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

মাদ্রাসা সুপার বলছেন, যৌন হয়রানির কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টেও তা এসেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে মাদ্রাসা থেকে বিতাড়িত করতে চেষ্টা চলছে। 

খাজুরিয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার মো. আবুল বাসার মিয়াজী গত ১৭ সেপ্টেম্বর ওই মাদ্রাসার একটি শ্রেণির কোরআন শিক্ষার ক্লাস নেওয়ার সময় ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে ওই ছাত্রীর অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা সুপারকে গত ২১ সেপ্টেম্বর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি প্রথমে এক মাস এবং পরবর্তীকালে আরও পাঁচ মাস সাময়িক বরখাস্ত করে। 

ওই ঘটনায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটি গত ২৬ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেয়। 

তদন্ত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই মাদ্রাসা সুপার ছাত্রীর সঙ্গে যেই আচরণ করেছেন, তা যৌন হয়রানির পর্যায়ে পড়ে না। তবে ওই মাদ্রাসা সুপার কোনো ছাত্রীকে হাত দিয়ে প্রহার বা স্পর্শ করতে পারেন না এবং বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমাধান হয়ে গেছে তা উল্লেখ করা হয়। 

এদিকে মাদ্রাসা সুপার (সাময়িক বরখাস্ত হওয়া) আবুল বাসার মিয়াজী ৯ নভেম্বর মাদ্রাসার কমিটি বরাবর দেওয়া চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি হাইকোর্টের রায়ের আলোকে হয়নি বলে দাবি করেন। 

আবুল বাসার মিয়াজী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘সেদিন যা ঘটেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। লেখাপড়া না করায় ওই ছাত্রীকে প্রহার করা উচিত হয়নি। কিন্তু ওই ঘটনাকে উপজীব্য করে একটি চক্র আমাকে ওই প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে সরানোর চেষ্টা করেছে।’ 

ঘটনার তদন্ত কমিটির প্রধান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘তদন্ত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী সবার সঙ্গে কথা বলে রিপোর্ট দিয়েছে। তবে ঘটনার দিন মাদ্রাসা সুপার পড়ানোর সময় যা করেছেন, তা যৌন হয়রানির পর্যায়ে পড়ে না। তবে তিনি অবশ্যই কোনো ছাত্রীকে হাত দিয়ে প্রহার করতে পারেন না। রিপোর্টে বিস্তারিত রয়েছে।’ 

মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, গতকাল মাদ্রাসা কমিটির সভা হয়েছে। সেখানে সুপারের বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে আলোচনা হয়েছে। 

মাদ্রাসা সুপারকে সাময়িক বরখাস্তের বিষয়ে দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তৃতীয়বারের মতো তাঁকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, কেন স্থায়ীভাবে তাঁকে বরখাস্ত করা হবে না—এ বিষয়ে নোটিশ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তা না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘ওই মাদ্রাসাটিতে একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়টি অবগত হয়েছি। মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’ 

ম্যানেজিং কমিটির কাছ থেকে তৃতীয়বারের নোটিশের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলকে একাধিকবার মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। তাঁর কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ