হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ৩ যুবক কারাগারে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার সন্ধ্যায় তাঁদের উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন—শুভ ইসলাম রিফাত (১৯), মুরাদ হোসেন (২৮) ও মো. হাছান সাগর (১৯)।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, গত বছরের ২৬ অক্টোবর ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে যাওয়ার পথে কথা আছে বলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তাকে পান করায়। ওই সময় রিফাত ছাত্রীটিকে ধর্ষণ করে ও মুরাদ সেই ঘটনা ভিডিও ধারণ করে রাখে। ঘরের বাইরে পাহারায় থাকে হাছান। পরে তাঁরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং পরিবারের সদস্যদের মেসেজ আকারে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন