হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে চবির ৪ শিক্ষার্থীর অবস্থান

চবি প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে এবার চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। আজ রোববার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশনে তাঁরা অবস্থান নেন। এ সময় তাঁরা ‘আমরা দিব ফুল ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অবস্থান কর্মসূচি পালনকারী চার শিক্ষার্থী হলেন কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, মোহাম্মদ মাসুদ ও মাহবুবুল হাসান। তাঁরা সবাই যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে কাজী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে ছয় দফা নিয়ে আমরা চারজন সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নিয়েছি। আমরা আমাদের দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাব।’

এর আগে ঢাকার কমলাপুর রেলস্টেশনে গত এক সপ্তাহ অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এতে সংহতি জানান কাজী আশিকুর রহমান ও মাহিন রুবেল।

ছয় দফা দাবি হলো, টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

এর আগে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির