হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্রেতা সেজে বাজারে অভিযান, কয়েকশ লিটার সয়াবিন তেল জব্দ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

সয়াবিন তেলের কৃত্রিম সংকটের খবর পেয়ে ক্রেতা সেজে তেল কিনতে গিয়ে ঘটনার সত্যতা পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে গুদামে অভিযান চালিয়ে আগের দামে কেনা সয়াবিন তেল মজুত পেয়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারী পরিচালক মো. শাহ আলম। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেসার্স মঙ্গল দত্ত স্টোরকে আগের দামে কেনা ১৭৬ লিটার সয়াবিন তেল গোডাউনে লুকিয়ে রাখায় ৩০ হাজার টাকা, লিপটন স্টোরকে ১৫৬ লিটার গোডাউনে লুকিয়ে রাখায় ৩০ হাজার টাকা ও মুক্তা স্টোরকে আমদানিকারকের সিলবিহীন প্রসাধনী বিক্রি করায় ১০ হাজার সহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কর্মকর্তারা উপস্থিত ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে এসব তেল বিক্রি করানোর ব্যবস্থা করেন।

এদিকে মোহনগঞ্জের ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও একই সময়ে বাজার তদারকিতে অভিযানে নামে। এ সময় সয়াবিন তেলের বোতলে মূল্য না থাকায় সিরাজ স্টোর নামে এক দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এ ছাড়া শাহজাহান স্টোরে আরও ৪০০ লিটার সয়াবিন তেল খুঁজে পেলেও সেগুলো পাশের উপজেলার একজন ব্যবসায়ীর কাছে বিক্রির বিল ভাউচার দেখতে পেয়ে জরিমানা না করে সেগুলো দ্রুত সরবরাহ করার তাগিদ দেন। 

পাশাপাশি অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে সংকট তৈরি, অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য টেম্পারিং না করতে সতর্ক করেন। 

অভিযানে সহকারী পরিচালক জনাব মো. শাহ আলমের নেতৃত্বে সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিলউদ্দীন ও মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইন ও মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা ছিলেন। 

ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, যারা তেল নিয়ে কারসাজি করে অভিযানে তাদের কাছে একটা বার্তা পৌঁছেছে। তবে নিয়মিত এমন অভিযান চলবে। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়