হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে পদ থেকে অব্যাহতি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নানা অনিয়মের অভিযোগে পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর স্থলে এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। 

চিঠিতে আরও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পটিয়া উপজেলা ছাত্রলীগ শাখার সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে। 
  
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, ‘ছাত্রলীগ একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়াসহ আরও নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তার থেকে এসবের কারণ জানতে চাইলে সে আমাদের কোন সদুত্তর দিতে না পারার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার।’ 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের