হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সমুদ্রে নেমে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মোটেল শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

নিহত আকরামুল ইসলাম সাজিদ (১৬) শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে ও আরিফ ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তারা দুজনই কক্সবাজার শহরের পৌর প্রি-প্যারাটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম আজকের পত্রিকাকে জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আট জন বন্ধু সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসল করার সময় আকস্মিকভাবে ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায় সাজিদ ও আরিফ।

প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর লাইফ গার্ড কর্মীরা মূমুর্ষূ অবস্থায় সাজিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের মৃতদেহও উদ্ধার করা হয়। 

এ দিকে গত মঙ্গলবার দুপুরে সীগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ফটোগ্রাফার মোহাম্মদ সাগর (১৭)। গতকাল বুধবার সকালে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে ১১ আগস্ট কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে গোসল করার সময় পানিতে ডুবে শাহেদুল ইসলাম (২২) নামের এক তরুণ নিখোঁজ হওয়ার চারদিন পর সোনাদিয়া দ্বীপ থেকে তাঁর লাশ উদ্ধার হয়। 

গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে গোসল করার সময় স্রোতের টানে ভেসে নিখোঁজ মো. আলী তুহিন (১৫) স্কুলছাত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। সে কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ড নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

গত ১ জুলাই লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় মোহাম্মদ সাআদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি রাজধানীর দক্ষিণ খান এলাকায়। 

এর আগে, গত ২৪ এপ্রিল শহরের লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় চট্টগ্রামের এক পর্যটকের মৃত্যু এবং গাজীপুরের হিমেল আহমদ (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়। দুদিন পর বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। 

এ নিয়ে গত সাত মাসে শহরের সমুদ্র সৈকতের লাবণী, সীগাল, কলাতলী সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয় ও ছয়জন মারা যায়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত