হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের ঝটিকা মিছিল: সিএমপি ঘেরাও করে আলটিমেটাম বৈষম্যবিরোধীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। আজ শনিবার সিএমপি কার্যালয় ঘেরাও করে এই আলটিমেটাম দেন তাঁরা। এ সময় গ্রেপ্তারে ব্যর্থ হলে তিন থানার ওসিসহ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়।

এর আগে বেলা ৩টার দিকে কয়েক শ আন্দোলনকারী প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে ব্যানার সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান মোড়, আসকারদীঘিপাড় ও ওয়াসা মোড় অতিক্রম করে দামপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনে গিয়ে থামে। 

আন্দোলনকারীরা সিএমপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভে সমন্বয়ক রাসেল মাহমুদ ও তালাত মাহমুদ রাফিকে নেতৃত্ব দিতে দেখা গেছে। 

এর আগে গতকাল শুক্রবার মধ্যরাত আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’ 

এ নিয়ে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন। 

এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল