হোম > সারা দেশ > চট্টগ্রাম

চলমান সংকটে পর্যটকশূন্য কাপ্তাই, দুশ্চিন্তায় পর্যটন সংশ্লিষ্টরা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও কারফিউয়ের কারণে রাঙামাটির কাপ্তাই পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে গত শুক্রবার থেকে কাপ্তাইয়ের অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে সুনসান নীরবতা। পর্যটকশূন্য থাকায় দিন দিন লোকসান গুনতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের। 

কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক, হোটেল-মোটেল মালিকেরা জানান, গত ১ সপ্তাহ তাদের বুকিং নেই বললেই চলে। এতে করে দিন দিন বাড়ছে লোকসানের পরিমাণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। এই সংকট না কাটা পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তারা। 

এ দিকে কাপ্তাইয়ে পর্যটক সংকটে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বোট চালকেরা। 

শাহাদাৎ হোসেন, সুমন দাশসহ একাধিক বোটচালক আজকের পত্রিকাকে জানান, করোনা মহামারির মতো ফের দুর্দিন পার করছেন তারা। পর্যটক কমে যাওয়ায় বোট ভাড়া নেই বললেই চলে। এতে করে সবার আয় রোজগার কমে গেছে। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বছরের এই সময় দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হলেও গত কয়েক দিন যাবৎ একদম রোজগার বন্ধ। 

এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট বোট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক শীতল সরকার আজকের পত্রিকাকে জানান, ‘গত কিছুদিন আগেও পর্যটকের চাপ বেড়ে যাওয়াতে আমরা বোট পরিচালনা করতে হিমশিম খেতাম। অথচ গত কয়েক দিনের ব্যবধানে একদম আয়-রোজগার কমে গেছে। আশা করছি, আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠব।’ 

সার্বিক পরিস্থিতির বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কাপ্তাইয়ের পরিস্থিতি খুব ভালো রয়েছে। আশা করা যাচ্ছে, দেশে সবকিছু স্বাভাবিক হলে আবারও পর্যটকদের আগমনে মুখরিত হবে এই পর্যটন শহর।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির