হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে চট্টগ্রামে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল। 

চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। 

নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে। 

স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। 

এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ