উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দিবাগত রাত দুইটার দিকে উখিয়ার কুতুপালং ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকের একটি বসত ঘরে আগুন লাগে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ও ২ জানুয়ারি ২নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসে এটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা।