হোম > সারা দেশ > কক্সবাজার

খাটের নিচে রাখা দেড় লাখ ইয়াবাসহ গ্রেপ্তার নারী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাচারের জন্য বাড়িতে মজুত করা দেড় লাখ ইয়াবা জব্দ করেছে র‍্যাব। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার নুর ফাতেমা (২৬) ওই এলাকার আব্দুল আমিনের স্ত্রী। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের ঘরে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানান, বিক্রির উদ্দেশ্যে ঘরের খাটের নিচে সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে ইয়াবা মজুত রয়েছে। পরে সেখানে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা বলেন, তাঁর স্বামী আব্দুল আমিন ও তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছেন। টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে মজুত করা মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতেন। জব্দ মাদকসহ নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত