হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোকাধরা বেগুন দিয়ে বেগুনি, কাচ্চি ডাইনকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পোকাধরা বেগুন দিয়ে বেগুনি ও পচা আলু দিয়ে কাচ্চি তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান। 

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় হোটেল জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আর মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস বিক্রির দায়ে নগরীর বালি আর্কেড মার্কেটের ব্র্যাতন্ড এভিনিউওকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, পঁচা আলু ব্যবহার করে কাচ্চি তৈরি এবং খাবারে রং ব্যবহার করায় কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেলকেও ২০ হাজার টাকা ও ব্র্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘ভবিষ্যতে যাতে পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট