হোম > সারা দেশ > চাঁদপুর

ভোটের আগের রাতে কেন্দ্রে অসুস্থ হয়ে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ নুর উদ্দিন নামে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে মারা যান। 

ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

আজ বুধবার সকাল থেকে অনুষ্ঠিত নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবার ধারণা করছে। আজ সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শুভ্রত দাস বলেন, রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নুর উদ্দিনের মৃত্যুর পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এই কেন্দ্রের জন্য নতুন সরকারি প্রিসাইডিং কর্মকর্তার হিসেবে নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছেন। তিনি উপজেলার হাসিমপুর আহমদিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক, সকাল থেকেই নির্বাচনের দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর