হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় দুষ্কৃতকারীদের গুলিতে ২ মাঝির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে ২ মাঝি (নেতা) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন জামতলি ১৫ নম্বর শিবিরের সি/ ১ ব্লকের হেড মাঝি আবু তালেব (৪০) ও সি/ ৯ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

মৃতদের স্বজনেরা অভিযোগ করে জানান, কয়েকজন সশস্ত্র আরসা সন্ত্রাসী তাঁদের ঘর থেকে আবু তালেব ও সৈয়দ হোসেনকে তুলে নিয়ে যান। এরপর গুলি করে পালিয়ে যান।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গুলিতে ব্লক মাঝি ও সাব মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাঁদের উদ্ধার করে জামতলী ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় হেড মাঝি আবু তালেবকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মৃতদের সি/ ৯ ব্লকের দেড় শ ফুট উঁচু একটি পাহাড়ি ঢালুতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এ সময় সৈয়দ হোসেনের গলায় একটি, আবু তালেবের গলায় দুটি ও বুকের পাঁজরে একটি গুলি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে রোহিঙ্গা শিবিরে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার