হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা সহপাঠীদের

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে বিভাগের ব্যাচ ও আঞ্চলিক সংগঠন থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত হওয়া পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

তাঁর ব্যাচের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ‘আমরা আইসিটি ১১তম (ভার্সিটি-১৪) ব্যাচের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই আমাদের সহপাঠী পদার্থবিজ্ঞান-১৪ ব্যাচের আরাফ ভুইয়ার ওপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা আমাদের সবার মনে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত হামলায় আমাদের ব্যাচের পারভেজ মোশাররফের সংশ্লিষ্টতা জানতে পেরে পূর্বঘোষণা মোতাবেক ও সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা পারভেজ মোশারফের সঙ্গে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’

এ বিষয় ব্যাচের ক্লাস প্রতিনিধি শাহিন মিয়া বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে কোটা আন্দোলনকারীদের ওপরে হামলার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করব। পারভেজের বিরুদ্ধে এ বিষয় একটি অভিযোগ উঠেছে তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

এ ছাড়া গাজীপুরের শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী’তে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ইসরাত জাহান বন্যা।

ইসরাত জাহান বন্যা বলেন, ‘যেহেতু তার নামে আন্দোলনকারীদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে, তাই তাকে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।’

অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার