চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্দ্বীপ চ্যানেলের সলিমপুর ও বাড়বকুণ্ড সাগর উপকূলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মেরিন ফিশারিজ কর্মকর্তা জান্নাতুল নাঈম, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইসমাইল ও নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাম।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনব্যাপী বঙ্গোপসাগরের মোহনা ও নদ-নদীতে মা ইলিশের প্রজনন বৃদ্ধিতে আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরছে।
এমন খবর পেয়ে বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালানো হয়। অভিযানে সাগরে পাতা ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।