হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ, সরাইল ও সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া ৫৬ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডবের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হচ্ছে। তারা সকলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি, রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫ হাজারের বেশি লোকজনকে আসামি করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল