হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ, সরাইল ও সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া ৫৬ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডবের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হচ্ছে। তারা সকলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি, রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫ হাজারের বেশি লোকজনকে আসামি করা হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির