হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আবদুর রব গাজী (৮০) নামের এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আবদুর রব চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কাছিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার।

সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, ‘আবদুর রবের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

আবদুর রবের ছেলে পৌর বিএনপির সভাপতি আমানত গাজী জানান, আজ বেলা ১১টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজেদের একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ পরিদর্শন করছিলেন তাঁর বাবা। এ সময় আবদুর রব ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। 

আবদুর রবের জানাজা আগামীকাল সোমবার সকাল ৯টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানান আমানত গাজী।

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের