হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি 

চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

এদিকে চার দিন অতিবাহিত হলেও এখনো থানায় কোনো অভিযোগ করেনি পরিবারগুলো।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। দুর্বৃত্তরা অপহৃতদের যেসব স্থানে রাখতে পারে, এমন সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন জোন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান বিভিন্ন স্থানে চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি। অভিযানে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সে সঙ্গে বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে।’ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা প্রথম টার্গেট।

অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তাঁরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে