হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকান খোলার সময় ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালাল চোর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দোকান খোলার সময় কৌশলে এক ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকাসহ দামি সাতটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারের এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ জাহেদ বলেন, ‘সকাল ১০টার দিকে দোকান খুলতে আসি। এ সময় ২০-২২ বছর বয়সী এক যুবক বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে দোকানে আসেন। আমার হাতে থাকা ব্যাগটি পাশের চেয়ারে রাখি দোকান খোলার জন্য। এ সুযোগে তিনি টাকা ভর্তি ব্যাগসহ সাতটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।’

মোহাম্মদ জাহেদ আরও বলেন, ‘ওই ব্যাগে সাতটি দামি মোবাইলে বিকাশ, নগদ ও রকেটের ২ লাখসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা ছিল। পরে আশপাশের একাধিক সিসি ক্যামেরার ভিডিও দেখে বরুমচড়া ছমদিয়া এলাকায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তারা কয়েকজন মিলে কাজটি করে। একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাদের চলে যেতে দেখা যায়। এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা