হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকান খোলার সময় ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালাল চোর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দোকান খোলার সময় কৌশলে এক ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকাসহ দামি সাতটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারের এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ জাহেদ বলেন, ‘সকাল ১০টার দিকে দোকান খুলতে আসি। এ সময় ২০-২২ বছর বয়সী এক যুবক বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে দোকানে আসেন। আমার হাতে থাকা ব্যাগটি পাশের চেয়ারে রাখি দোকান খোলার জন্য। এ সুযোগে তিনি টাকা ভর্তি ব্যাগসহ সাতটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।’

মোহাম্মদ জাহেদ আরও বলেন, ‘ওই ব্যাগে সাতটি দামি মোবাইলে বিকাশ, নগদ ও রকেটের ২ লাখসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা ছিল। পরে আশপাশের একাধিক সিসি ক্যামেরার ভিডিও দেখে বরুমচড়া ছমদিয়া এলাকায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তারা কয়েকজন মিলে কাজটি করে। একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাদের চলে যেতে দেখা যায়। এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়