হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়িঘর ভাঙচুর, আগুন

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে বাড়িঘর ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় একাধিক বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।

এই ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য বিবদমান শামীম গাজী ও ফারুক কবিরাজ পক্ষ পরস্পরকে দায়ী করেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নিহত সাইজ উদ্দিনের পক্ষ থেকে এখনো কোনো মামলা দেওয়া হয়নি। তবে বিকেলের মধ্যে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আটক করার চেষ্টা চলছে।’

লক্ষ্মীপুরে বাড়িঘর ভাঙচুর। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। তাতে স্পেন ফেরত বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ