হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দুর্ভোগ চরমে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাস উপজেলার একমাত্র প্রধান সড়কটি হলো গৌরীপুর-হোমনা সড়ক। অথচ সড়কটির উপজেলা পরিষদসংলগ্ন অংশের দুপাশে বালু দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। থেমে থেমে চলতে হচ্ছে ছোট বড় যানবাহনগুলোকে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। 

এ বিষয়ে স্থানীয় খলিলুর রহমান বলেন, সড়কের দুপাশে বালু দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই সড়কে চলাচলকারী যানবাহনচালকদের দুর্ভোগ লাগব হবে।

কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া জানান, প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জায়গা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এ কারণেই এখানে জলাবদ্ধতা এবং গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিতাসের জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। 

কুমিল্লা সড়ক ও জনপদ প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি মোবাইল ফোনে বলেন, `আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।' 

উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, এরই মধ্যে ছোট ছোট দুটি টেন্ডার হয়েছে এবং আমাদের কাজ চলছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল