হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দুর্ভোগ চরমে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাস উপজেলার একমাত্র প্রধান সড়কটি হলো গৌরীপুর-হোমনা সড়ক। অথচ সড়কটির উপজেলা পরিষদসংলগ্ন অংশের দুপাশে বালু দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। থেমে থেমে চলতে হচ্ছে ছোট বড় যানবাহনগুলোকে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। 

এ বিষয়ে স্থানীয় খলিলুর রহমান বলেন, সড়কের দুপাশে বালু দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই সড়কে চলাচলকারী যানবাহনচালকদের দুর্ভোগ লাগব হবে।

কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া জানান, প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জায়গা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এ কারণেই এখানে জলাবদ্ধতা এবং গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিতাসের জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। 

কুমিল্লা সড়ক ও জনপদ প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি মোবাইল ফোনে বলেন, `আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।' 

উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, এরই মধ্যে ছোট ছোট দুটি টেন্ডার হয়েছে এবং আমাদের কাজ চলছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি