হোম > সারা দেশ > খাগড়াছড়ি

নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি 

দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার (৩১ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। তড়িৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা মৃত নন্দলাল চাকমার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে যান তড়িৎ চাকমা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছিল। তার পরেও তাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অবশেষে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই