হোম > সারা দেশ > চট্টগ্রাম

১ বছর ধরে নিখোঁজ নুরুল আলমের অপেক্ষায় তাঁর স্ত্রী-সন্তান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

স্ত্রী শাহনাজ আকতারের গর্ভে সন্তান আসার পর নিখোঁজ হন নুরুল আলম (৩২)। ২০২১ সালের ১০ মার্চ সকাল ১০টায় কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার।

এরই মধ্যে পেরিয়ে গেছে একটি বছর। স্বামী ছাড়াই সন্তানের জন্ম দিয়েছেন শাহনাজ। সেই ছেলে মো. মুরাদের বয়সও প্রায় প্রায় ১ বছর। এখনো স্বামীর অপেক্ষায় শাহনাজ আকতার (২৪)।

নুরুল ইসলামের পরিবারে সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, ২০২১ সালের ১০ মার্চ সকালে কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন নুরুল আলম। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী রাউজান থানায় একটি অভিযোগও দেন। বর্তমানে সন্তানকে নিয়ে বাবার অভাবের সংসারে থাকছেন শাহনাজ।

শাহনাজ আকতার বলেন, ‘ছেলে বড় হচ্ছে, কী পরিচয় দিব! আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন?

শাহনাজের বাবা বলেন, ‘অনেক কষ্টে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। মেয়ের গর্ভে সন্তান আসার পর তার স্বামী নিখোঁজ হয়। এখন মেয়েকে বিয়ে দেওয়া-না দেওয়া সমান। ভরণপোষণ আমাকেই করতে হচ্ছে। তার স্বামী বেঁচে থাকলে হয়তো ফিরে আসবে!’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এটা আমার জানা নেই। যেহেতু এক বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে।’ 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা