হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার আজ বুধবার জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালের ওই কক্ষ বন্ধের নির্দেশ দেন।

গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে হাসপাতালটিতে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নবজাতকসহ তাঁকে কুমিল্লায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মাসহ নবজাতকের মৃত্যু হয়।

এ বিষয়ে মৃতের স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশের আলোকে আজ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির