হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার আজ বুধবার জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালের ওই কক্ষ বন্ধের নির্দেশ দেন।

গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে হাসপাতালটিতে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নবজাতকসহ তাঁকে কুমিল্লায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মাসহ নবজাতকের মৃত্যু হয়।

এ বিষয়ে মৃতের স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশের আলোকে আজ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক