হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। 

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’ 

বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার