হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই হাত হারানো শিক্ষার্থী সাব্বিরের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

প্রতিনিধি, পাবনা ও চাটমোহর

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের (১৬) দুটি কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করেছিল চাটমোহর উন্নয়ন ফোরাম। এবার এই ফোরামের পক্ষ থেকে তাকে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফোরামের সভাপতি, র‍্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক। তিনি সাব্বিরের দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে কয়েকটি পণ্যও কেনেন। কৃত্রিম হাত এবং কর্মসংস্থান পাওয়ায় আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে সাব্বির ও তার পরিবার।

এ সময় ফোরামের পক্ষ থেকে দুজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া এইচ উমর হাউজিং লিমিটেডের উদ্যোগে ৬৫ জন অসহায় কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

জানা যায়, সাব্বির হাসান পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। বছরখানেক আগে পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হওয়ায় এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের দুই হাত কেটে ফেলতে হয়। এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়ায় চাটমোহর উন্নয়ন ফোরাম। প্রায় দুই লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করা হয়। এবার এক লাখ দশ হাজার টাকা ব্যয় করে একটি মুদিদোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো।
 
দোকান উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী রকিবুল ইসলাম, সহসভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম, সদস্যসচিব বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ওসমান গণি।

এ সময় ফোরামের কোষাধ্যক্ষ শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে কর্মরত নাজির হোসেন, সদস্য নাসির হোসেন, দপ্তর সম্পাদক এইচ উমর হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’