বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের (১৬) দুটি কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করেছিল চাটমোহর উন্নয়ন ফোরাম। এবার এই ফোরামের পক্ষ থেকে তাকে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফোরামের সভাপতি, র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক। তিনি সাব্বিরের দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে কয়েকটি পণ্যও কেনেন। কৃত্রিম হাত এবং কর্মসংস্থান পাওয়ায় আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে সাব্বির ও তার পরিবার।
এ সময় ফোরামের পক্ষ থেকে দুজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া এইচ উমর হাউজিং লিমিটেডের উদ্যোগে ৬৫ জন অসহায় কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দোকান উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী রকিবুল ইসলাম, সহসভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম, সদস্যসচিব বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ওসমান গণি।
এ সময় ফোরামের কোষাধ্যক্ষ শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে কর্মরত নাজির হোসেন, সদস্য নাসির হোসেন, দপ্তর সম্পাদক এইচ উমর হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।