হোম > সারা দেশ > কক্সবাজার

পর্যটক ধর্ষণ: তিন নম্বর আসামি জয় ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ইস্রাফিল হুদা জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাঁর ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি। এজাহারে থাকা অন্য আসামি মো. বাবুকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজারে বেড়াতে এসে দুই দফায় ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় পরদিন চারজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ওই নারীর স্বামী।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির