চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে ইব্রাহিম আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে কর্ণফুলী উপজেলার ইছানগর সিরিসোজ কোম্পানির ঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইব্রাহিম আলম ইছানগর ব্রিজঘাট এলাকার চৌধুরী বাড়ির মাহবুব আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর একটার দিকে নদীতে গোসল করতে নামে ইব্রাহিম। ওইসময় সে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ সাব্বির বলেন, ‘নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে মারা গেল ইব্রাহিম। রাতে দাফন করা হয় তাকে।’