হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজের চিত্রকর্মে শিল্পীকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের খুলশির মৃন্ময় আর্ট গ্যালারিতে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক শফিকুল ইসলাম স্মরণে একক চিত্র প্রদর্শনী। গত রোববার বিকেলে ২৭ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পীর সহধর্মিণী নিলুফা আক্তার।

মুক্তিযুদ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশে প্রথম একক চিত্র প্রদর্শনী করেছিলেন শিল্পী শফিকুল ইসলাম। ১৯৭২ সালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী। চট্টগ্রামে তখনকার আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রদর্শনী আয়োজিত হয়েছিল।

আয়োজকেরা জানান, এই প্রদর্শনীতে শিল্পীর আঁকা ৫৩ টি চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। করোনার সকল স্বাস্থ্যবিধি মেনেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে আর্ট গ্যালারির পাশাপাশি অনলাইনেও যুক্ত হওয়া যাবে বলে জানানো হয়।

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯৪৪ সালে জন্ম নেন কীর্তিমান শিল্পী শফিকুল ইসলাম। চিত্রকলা আর শিল্পের সঙ্গে তাঁর প্রাতিষ্ঠানিক সূচনা ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসের মাধ্যমে। সেখান থেকে স্নাতক শেষে ১৯৭৪-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে লাভ করেন মাস্টার্স অফ ফাইন আর্টস ডিগ্রি। তারপরের ৩৩ বছর কেটে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে শিক্ষকতা করে। ২০১৮ সালের ২৭ আগস্ট অন্তিমের পথে পাড়ি জমিয়েছেন চিত্রকলা জগতের এই প্রাজ্ঞ।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা