হোম > সারা দেশ > চাঁদপুর

ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে চাঁদপুরে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থার মধ্যেই নাজির পদে কর্মরত মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর দায়রা জজ আদালতে কর্মরত নাজির মো. ছানাউল্যা তালুকদারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জানানো হয়েছে। 

সুপ্রিম কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) রাশেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুমিনুল ইসলাম ও মো. ছানাউল্যা তালুকদারকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল ও পদ থেকে পারস্পরিক বদলি করা হয়েছে। 

গত মাসের ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। এদিকে, দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থা চলছে। আইনজীবীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ এনে গত ১ জানুয়ারি থেকে আইনজীবীরা এক বিচারকের আদালত বর্জন করে আসছেন। তারপর ৪ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিও পালন করছিলেন তাঁরা।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ