হোম > সারা দেশ > চাঁদপুর

ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে চাঁদপুরে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থার মধ্যেই নাজির পদে কর্মরত মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর দায়রা জজ আদালতে কর্মরত নাজির মো. ছানাউল্যা তালুকদারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জানানো হয়েছে। 

সুপ্রিম কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) রাশেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুমিনুল ইসলাম ও মো. ছানাউল্যা তালুকদারকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল ও পদ থেকে পারস্পরিক বদলি করা হয়েছে। 

গত মাসের ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। এদিকে, দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থা চলছে। আইনজীবীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ এনে গত ১ জানুয়ারি থেকে আইনজীবীরা এক বিচারকের আদালত বর্জন করে আসছেন। তারপর ৪ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিও পালন করছিলেন তাঁরা।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে