হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বড় ভাই মো. জহির উল্লাহর দায়ের করা মামলায় ছোট ভাই আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালত এ আদেশ দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করা মামলায় তিনি একথা উল্লেখ করেন জহির উল্লাহ।

একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী মাজহার উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির