হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বড় ভাই মো. জহির উল্লাহর দায়ের করা মামলায় ছোট ভাই আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালত এ আদেশ দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করা মামলায় তিনি একথা উল্লেখ করেন জহির উল্লাহ।

একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী মাজহার উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।’

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ