হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বড় ভাই মো. জহির উল্লাহর দায়ের করা মামলায় ছোট ভাই আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালত এ আদেশ দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করা মামলায় তিনি একথা উল্লেখ করেন জহির উল্লাহ।

একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী মাজহার উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি