হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বড় ভাই মো. জহির উল্লাহর দায়ের করা মামলায় ছোট ভাই আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালত এ আদেশ দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করা মামলায় তিনি একথা উল্লেখ করেন জহির উল্লাহ।

একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী মাজহার উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।’

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার