হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরীর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত কলেজছাত্রের নাম মো. ইরফান (১৯)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে লাইনের ওপরে চলে যান। এ সময় ট্রেন চলে আসায় তিনি আর সরে যেতে পারেননি। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে। 

ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নম্বর গেটের কাছে পৌঁছালে লাইনের ওপরে থাকা ইরফান চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা