হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরীর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত কলেজছাত্রের নাম মো. ইরফান (১৯)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে লাইনের ওপরে চলে যান। এ সময় ট্রেন চলে আসায় তিনি আর সরে যেতে পারেননি। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে। 

ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নম্বর গেটের কাছে পৌঁছালে লাইনের ওপরে থাকা ইরফান চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০