হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম আহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং তেতুকখালী এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে।

গতকাল সোমবার রাতে নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এর আগে গত শুক্রবার রাতে নিজ কার্যালয়ে বসে নির্বাচনী শলাপরামর্শ করার সময় দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য কুদুরত উল্লাহ এবং তাঁর বড় ভাই জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হন। এ সময় আরও কয়েকজন তাদের সমর্থক আহত হয়েছেন। গুলিবিদ্ধ জহিরুল ইসলাম সিকদার রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুদরত উল্লাহ সিকদার এখনো শঙ্কা মুক্ত নন বলে জানা গেছে।

এ ঘটনার রেশ না কাটতেই আবারও হামলার ঘটনায় বিভিন্ন ইউনিয়নে আতঙ্ক দেখা দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল