হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল সোমবার রাত ১০টার দিকে থানা-পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

আটক যুবকের নাম রাহাত হাওলাদার (৩৫)। তিনি পটুয়াখালী এলাকার বাসিন্দা। রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তিনি ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।

শিশুটির বাবা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একটি বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে বাড়িতে ফিরছিল শিশুটি। পথে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত যুবক স্থানীয় এক জেলেকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনার বিস্তারিত জানায়। বিকেলের দিকে রাহাতকে এই এলাকায় দেখে চিনতে পেরে স্থানীয় লোকজনক তাঁকে আটকে রেখে পিটুনি দেয়। রাতে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে পুলিশ সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির