কক্সবাজারের চকরিয়ার ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রীর (১৩) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার খুটাখালীর গর্জনতলীর বাককুমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস অনিকা। সে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া চারিঘোনা গ্রামের মো. শহিদুল্লাহের মেয়ে এবং খুটাখালীর একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (বুধবার) সকালে সে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে সে নিহত হয়। পরে চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেছে।’