হোম > সারা দেশ > চাঁদপুর

চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিল্লাদ হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যান মিল্লাদ হোসেন। এ সময় বজ্রপাত হলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় মিল্লাদ হোসেনকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল বলেন, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ জমিতে পড়ে আছে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা