হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ফোরকান (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বাইন্যাঘাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার। তিনি বলেন, দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহত ফোরকান ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল কাশেমের পালিত ছেলে। 

ফোরকানের ভাই মো. ওসমান মিয়া বলেন, ‘আমার ভাই নও মুসলিম। তাঁর আগের বাড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান এলাকায়। অনেক দিন থেকে তিনি বিদেশে যাওয়া নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে হতাশায় ভুগছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

লেলাং ইউনিয়নের ইউপি সদস্য চিত্ত রঞ্জন নাথ বলেন, ‘ফোরকান (শিমুল দাস) মূলত ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান এলাকার মৃত নীল কান্ত ও অন্ন বালার সন্তান। ধর্মান্তরিত হয়ে পরিবার ছেড়ে উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামে বসবাস করতেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির