হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। এ সময় বিভিন্ন কোম্পানির ১৮টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, কলাতলী দরিয়ারছড়ি এলাকার মো. মুন্না (২৫), ঝিলংজার চান্দের পাড়ার মো. মাসুদ পারভেজ রানা (২৫) ও কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মো. শাহ আলম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চক্রে কয়েকজন নারীও রয়েছে। এই চক্রটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শহরে ছিনতাই করে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তাদের দলে থাকা নারীদের দিয়ে পর্যটকদের প্রতারণা করে মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সব মোবাইল তারা বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত