হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ দিন আগে নিখোঁজ, লাশ পড়ে ছিল রাজস্থলীর সীমান্ত সড়কের পাশে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন রাঙামাটির লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই তথ্য জানান।

হেলাল উদ্দিনের স্বজনেরা জানান, হেলাল উদ্দিন ফারুক নামের এক শ্রমিক মাঝির অধীনে বাবুর্চির কাজ করতেন। গত সোমবার অসুস্থতার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাঁর পরিবার গতকাল বুধবার রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

আজ বৃহস্পতিবার আত্মীয়স্বজনেরা সীমান্ত সড়কে খোঁজাখুঁজি করার সময় হেলালের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু