হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ দিন আগে নিখোঁজ, লাশ পড়ে ছিল রাজস্থলীর সীমান্ত সড়কের পাশে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন রাঙামাটির লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই তথ্য জানান।

হেলাল উদ্দিনের স্বজনেরা জানান, হেলাল উদ্দিন ফারুক নামের এক শ্রমিক মাঝির অধীনে বাবুর্চির কাজ করতেন। গত সোমবার অসুস্থতার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাঁর পরিবার গতকাল বুধবার রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

আজ বৃহস্পতিবার আত্মীয়স্বজনেরা সীমান্ত সড়কে খোঁজাখুঁজি করার সময় হেলালের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ